রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর | কেন্দ্রীয় সৈনিক স্কুলে Group-D সহ বিভিন্ন পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে | যেখানে রাজ্যের সব জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন | কোন কোন পদে নিয়োগ করানো হবে এবং যোগ্যতার কি প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে - - -


১) পদের নাম :- LDC (Lower Division Clerk)

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ-মাধ্যমিক পাশ করে থাকতে এবং কম্পিউটারে টাইপ করার অভিজ্ঞতা থেকে থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ :- ১ টি |

বেতন :- ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা |

বয়সসীমা :- ০১/০৭/২০২৩ পর্যন্ত অনুযায়ী প্রার্থীদের বয়স ১৮-৫০ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন |

২) পদের নাম :- Music Teacher 

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ-মাধ্যমিক পাশ করে থাকতে সাথে মিউজিক বিষয়ে ডিগ্রি/ডিপ্লোমা পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |
|

শূন্যপদ :- ১ টি |

বেতন :- ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা |

বয়সসীমা :- ০১/০৭/২০২৩ পর্যন্ত অনুযায়ী প্রার্থীদের বয়স ১৮-৫০ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন |

৩) পদের নাম :- PEM/PTI-Cum-Martion (Female Only) 

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন সাথে খেলাধুলায় জ্ঞান থাকতে হবে |

শূন্যপদ :- ১ টি |

বেতন :- ১৮,০০০/- টাকা থেকে ৫৬,৯০০/- টাকা |

বয়সসীমা :- ০১/০৭/২০২৩ পর্যন্ত অনুযায়ী প্রার্থীদের বয়স ১৮-৫০ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন |

৪) পদের নাম :- Counselor

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Psychology বিষয়ে গ্র্যাজুয়েট/পোস্ট গ্র্যাজুয়েট পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ :- ১ টি |

বেতন :- ৪৭,৬০০/- টাকা |

বয়সসীমা :- ০১/০৭/২০২৩ পর্যন্ত অনুযায়ী প্রার্থীদের বয়স ২১-৩৫ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন |

৫) পদের নাম :- Word Boys

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন 

শূন্যপদ :- ৪ টি |

বেতন :- ১৮,০০০/- টাকা থেকে ৫৬,৯০০/- টাকা |

বয়সসীমা :- ০১/০৭/২০২৩ পর্যন্ত অনুযায়ী প্রার্থীদের বয়স ১৮-৫০ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন |।

নিয়োগ পদ্ধতি :- আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা, প্রাক্টিক্যাল টেস্ট এবং ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করানো হবে |

আবেদন ফি :- প্রার্থীদের ৫০০/- টাকা বাবদ অফিসের ডিমান্ড ড্রাফট কেটে আবেদন ফি জমা করতে হবে | আরও জানতে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন |

আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অফলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | নিচে দেওয়া আবেদন পত্র ডাউনলোড করে সেটিকে সঠিক ভাবে পূরণ করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে স্পিড পোস্ট/রেজিস্ট্রার পোস্টের মাধ্যমে | খামের উপরে একটি ৪০/- টাকার পোষ্টার স্ট্যাম্প মারতে হবে |

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা :- 
Principal Sainik School Bijapur - 586108 (Karnataka) 

আবেদন চলছে :- আগামী ২৬শে মে ২০২৩ তারিখের মধ্যে আবেদন পত্র সঠিক ঠিকানায় পাঠিয়ে দিতে হবে |

আরও জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন 👇👇👇

📢 Official Notice :- Download Now
📢 Application Form :- Download Now
📢 Join Telegram :- Click Here