রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর | পশ্চিমবঙ্গ বন দপ্তরে বন সহায়ক পদে প্রচুর শূন্যপদে নতুন কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যেখানে সব জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন | নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করা হয়েছে - -

নোটিশ নম্বর :- 828-For/FR/0/N/18R-02/2018

১) পদের নাম :- বন সহায়ক

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান থেকে নূন্যতম ৮ম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবেন | তবে উচ্চ শিক্ষিত ব্যক্তিরা আবেদন করতে পারবেন | এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিতে করানো হবে | তবে পরবর্তীতে চুক্তির মেয়াদ বাড়ানো হবে |

শূন্যপদ :- উক্ত পদে মোট ২ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে | ছেলে ও মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন |

বয়সসীমা :- ০১/০১/২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে SC/ST - শ্রেণীর প্রার্থীরা ৫ বছর এবং OBC - শ্রেণীর প্রার্থীরা ৩ বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন |

বেতন :- নিয়োগকারী প্রার্থীদের প্রতি মাসে ১০,০০০/- টাকা করে বেতন দেওয়া হবে |

আবেদন ফি :- প্রার্থীদের আবেদন করার জন্য কোনো আবেদন ফি জমা দেওয়া লাগবে না | সম্পূর্ন বিনামূল্যে আবেদন করতে পারবেন |


আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অফলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে | নিচে দেওয়া আবেদন পত্র ডাউনলোড করে নিন, সেটিকে সঠিক ভাবে পূরণ করে sathe প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে স্পিড/রেজিস্ট্রার পোস্টের মাধ্যমে |

প্রতিটি জেলার আবেদন পত্র পাঠানোর ঠিকানা আলাদা আলাদা, তাই আবেদন পত্র ডাউনলোড করে ভালো করে পড়ে নিয়ে আবেদন করবেন, আবেদন পত্র পাঠানোর ঠিকানায় নোটিশ এবং আবেদন পত্রে উল্লেখ করা আছে |

কোন কোন ডকুমেন্ট প্রয়োজন :-

১) শিক্ষাগত যোগ্যতার প্রমাণ
২) বয়সের প্রমাণ
৩) আধার/ভোটার কার্ড
৪) কাস্ট সার্টিফিকেট (যদি থেকে থাকে)

আবেদন চলবে :- আগামী ২৫ শে মে ২০২৩ তারিখ বিকাল ৫:৩০ মিনিটের মধ্যে আবেদন পত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে |

আরও বিস্তারিত জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন 👇 👇

📢 Official Notice :- Download Now
📢 Application Form :- Download Now
📢 Official Website :- Click Here
📢 Join Telegram :- Click Here