রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর | কলকাতা টাকা ছাপা অফিসে মাধ্যমিক পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় নতুন কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যেখানে পশ্চিমবঙ্গের সব জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন | কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন তা নিচে আলোচনা করা হয়েছে - - -

নোটিশ নম্বর :- IGMK/HR (Eastt.)/Rect./01/2023

১) পদের নাম :- Supervisor (OL)

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে হিন্দি অথবা ইংরেজী বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ করে থাকতে হবে এবং হিন্দি থেকে ইংরেজি অনুবাদের কাজ করার অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ :- ১ টি |

বেতন :- প্রার্থীদের প্রতি মাসে ২৭,৬০০/- টাকা থেকে ৯৫,৯১০/- টাকা বেতন দেওয়া হবে |

বয়সসীমা :- ০৭/০৭/২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

২) পদের নাম :- Engraver 

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫৫% নাম্বার নিয়ে Fine Arts (Metal Works) বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ :- ২ টি |

বেতন :- প্রার্থীদের প্রতি মাসে ২৩,৯১০/- টাকা থেকে ৮৫,৫৭০/- টাকা বেতন দেওয়া হবে |

বয়সসীমা :- ০৭/০৭/২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৮ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

৩) পদের নাম :- Jr. Technician (Burnisher) 

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ :- ৫ টি |

বেতন :- প্রার্থীদের প্রতি মাসে ২৭,৬০০/- টাকা থেকে ৯৫,৯১০/- টাকা বেতন দেওয়া হবে |

বয়সসীমা :- ০৭/০৭/২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

আবেদন ফি :- UR/OBC - প্রার্থীদের ক্ষেত্রে ৬০০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে এবং SC/ST/PWD - প্রার্থীদের ক্ষেত্রে ২০০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে |

নিয়োগ পদ্ধতি :- উভয় পদের ক্ষেত্রে প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার বেস টেস্ট (CBT) পরীক্ষার মাধ্যমে | পরীক্ষার সিলেবাস অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে |

আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | নিচে দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন |

আবেদন শুরু :- ৮ই জুন ২০২৩ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে |

আবেদন চলবে :- আগামী ৭ই জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন |

আরও বিস্তারিত জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন 👇 👇 👇 

📢 Official Notice :- Download Now 
📢 Apply Online :- Click Here 
📢 Join Telegram Group :- Click Here