রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর | কেন্দ্রীয় সরকারি হাসপাতালে মাধ্যমিক পাশে নতুন কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যেখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন | কোন কোন পদে নিয়োগ করানো হবে এবং যোগ্যতার কি প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে - - -

নোটিশ নাম্বার :- NIREH/HR/2023/05

১) পদের নাম :- Technician - I

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫৪% নাম্বার পেয়ে বিজ্ঞান বিভাগে উচ্চ-মাধ্যমিক পাশ করে থাকতে এবং সাথে অন্তত ১ বছরের ডিপ্লোমা কোর্স পাশ করে থাকতে হবে Medical Laboratory Technology/Computer/Statistics বিষয়ে তাহলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ সংখ্যা :- উক্ত পদে মোট ২০ জন (SC-04, ST-02, OBC-05, UR-07, EWS-02) কর্মী নিয়োগ করানো হবে |

বেতন :- প্রার্থীদের প্রতি মাসে পে লেভেল ২ অনুযায়ী ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা বেতন দেওয়া হবে |

বয়সসীমা :- ১৫/০৭/২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা (SC/ST/OBC/PH) সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

২) পদের নাম :- Multi-Tasking Staff (MTS) 

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ সংখ্যা :- উক্ত পদে মোট ৮ জন (UR-04, OBC-02, EWS-01, ST-01, ESM-02, PWD-01) কর্মী নিয়োগ করানো হবে |

বেতন :- প্রার্থীদের প্রতি মাসে পে লেভেল ১ অনুযায়ী ১৮,০০০/- টাকা থেকে ৫৬,৯০০/- টাকা বেতন দেওয়া হবে |

বয়সসীমা :- ১৫/০৭/২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ২৫ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা (SC/ST/OBC/PH) সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন | 

আবেদন ফি :- প্রার্থীদের ৩০০/- টাকা বাবদ আবেদন ফি ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা করতে হবে, যা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে সম্পুর্ন উল্লেখ করা হয়েছে | তবে SC/ST/PWD/Women প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না |

আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অফলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | নিচে দেওয়া আবেদন পত্র ডাউনলোড করে সেটিকে সঠিক ভাবে পূরণ করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে |

আবেদন পত্র পাঠানোর ঠিকানা :-

THE DIRECTOR, ICMR-NATIONAL FOR RESEARCH IN ENVIRONMENTAL HEALTH, BHAURI BYPASS ROAD, BHOPAL - 462 030.

আবেদন চলবে :- আগামী ১৫ই জুলাই ২০২৩ তারিখের মধ্যে আবেদন পত্র সঠিক ঠিকানায় পাঠিয়ে দিতে হবে |

আরও জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন 👇👇👇

📢 Official Notice :- Download Now 
📢 Application Form :- Download Now 
📢 Website Link :- Click Here 
📢 Join Telegram Group :- Click Here