রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট | ভারতীয় রেলে টিকিট ক্লার্ক পদে নতুন কর্মী নিয়োগ করতে চলেছে | যেখানে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন | আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে -
১) পদের নাম :- Traveling Ticket Examiner (TTE)
শূন্যপদ সংখ্যা :- উক্ত পদে মোট ৭,৭৮৪ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |
বেতন :- উক্ত পদের প্রার্থীদের পে লেভেল ৩ অনুযায়ী ২১,৭০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা বেতন দেওয়া হবে |
বয়সসীমা :- প্রার্থীদের বয়স ০১/০১/২০২৩ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে SC/ST/OBC/PH - শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |
শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে ৫০% নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |
নিয়োগ পদ্ধতি :- আবেদনকারী প্রার্থীদের কম্পিউটার বেস টেস্ট (CBT), শারীরিক পরীক্ষা (PET) , মেডিকেল টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করানো হবে |
আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | আবেদন প্রক্রিয়া ২০২৩ সালের প্রথমে শুরু হতে পারে বলে কেন্দ্রীয় দৈনিক হিন্দি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে |
নিয়োগ সংক্রান্ত নতুন কোনো আপডেট আসলে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে | সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রতিদিন পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন |
🎯 News Paper Cutting :- Download Now
🎯 Official Website :- Click Here
🎯 Join Telegram :- Click Here
0 Comments