রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট | ভারতীয় রেলে রেল পুলিশ কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর পদে নতুন কর্মী নিয়োগ করতে চলেছে | যেখানে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন | আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে -
১) পদের নাম :- কনস্টেবল (RPF)
শূন্যপদ সংখ্যা :- উক্ত পদে মোট প্রায় ৯ শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |
বেতন :- উক্ত পদের প্রার্থীদের অনুযায়ী ২১,৭০০/- টাকা থেকে ৩৫,৫০০/- টাকা বেতন দেওয়া হবে, সাথে ২,০০০/- টাকা গ্রেড পে পেয়ে যাবেন |
বয়সসীমা :- প্রার্থীদের বয়স ০১/০১/২০২৩ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে SC/ST/OBC/PH - শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |
শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |
নিয়োগ পদ্ধতি :- আবেদনকারী প্রার্থীদের কম্পিউটার বেস টেস্ট (CBT), শারীরিক মাপযোগ পরীক্ষা (PMT) , শারীরিক সক্ষমতা পরীক্ষা (PET), মেডিকেল টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করানো হবে |
শারীরিক মাপযোগ :-
ছেলেদের ক্ষেত্রে ১,৬০০ মিটার দৌড় থাকবে, যার সময়সীমা থাকবে ৫ মিনিট ৪৫ সেকেন্ড | লং জাম্প থাকবে ১৪ ফুট এবং হাই জাম্প থাকবে ৪ ফুট | উচ্চতা হতে হবে ১৬৫ সেমি (SC/ST-160 CM) এবং বুকের ছাতি ৮০-৮৫ সেমি (SC/ST-76.2-81.2 CM) হতে হবে |
মেয়েদের ক্ষেত্রে ৮০০ মিটার দৌড় থাকবে, যার সময়সীমা থাকবে ৩ মিনিট ৪০ সেকেন্ড | লং জাম্প থাকবে ৯ ফুট এবং হাই জাম্প থাকবে ৩ ফুট | উচ্চতা হতে হবে ১৫৭ সেমি (SC/ST-152 CM) হতে হবে |
পরীক্ষার সিলেবাস :-
১) General Awareness - ৫০ টি প্রশ্ন ৫০ নম্বর |
২) Arithmetic - ৩৫ টি প্রশ্ন ৩৫ নম্বর |
৩) General Intelligence & Reasoning - ৩৫ টি প্রশ্ন ৩৫ নম্বর |
কম্পিউটার বেস টেস্ট (CBT) পরীক্ষায় নেগেটিভ মার্ক থাকবে | তিনটি প্রশ্নের ভুল উত্তর দিলে একটি সঠিক প্রশ্নের নাম্বার কেটে নেওয়া হবে | পরীক্ষার সময়সীমা থাকবে ৯০ মিনিট |
আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | আবেদন প্রক্রিয়া ২০২৩ সালের প্রথমে শুরু হতে পারে বলে কেন্দ্রীয় দৈনিক হিন্দি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে |
নিয়োগ সংক্রান্ত নতুন কোনো আপডেট আসলে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে | সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রতিদিন পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন |
🎯 News Paper Cutting :- Download Now
🎯 Official Website :- Click Here
🎯 Join Telegram :- Click Here

0 Comments